যুক্তরাষ্ট্রে সয়াবিন উৎপাদন বাড়ার পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রে সয়াবিন উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। মূলত অনুকূল আবহাওয়ার কারণে দেশটির কৃষকরা আবাদ বাড়াবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে উৎপাদনের পাশাপাশি রফতানি বৃদ্ধির সম্ভাবনাও দেখছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ।

গ্রেইন অ্যান্ড অয়েল সিড আউটলুক শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ মৌসুমে যুক্তরাষ্ট্রে সয়াবিন উৎপাদন ৪৫০ কোটি বুশেল বা ১২ কোটি ২৫ লাখ টনে উন্নীত হতে পারে। এক বছরের ব্যবধানে উৎপাদন বাড়বে ১ শতাংশ। দেশটির ৮ কোটি ৮০ লাখ একর জমিতে তেলবীজটির আবাদ করা হবে। ঊর্ধ্বমুখী উৎপাদনের পেছনে বেশি জমিতে আবাদই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।

প্রতিবেদনে আরো আরো বলা হয়, ২০২২-২৩ মৌসুমে একরপ্রতি উৎপাদন গত বছরের মতো প্রায় অপরিবর্তিত থাকবে। প্রতি একর জমিতে ৫১ দশমিক ৫ বুশেল উৎপাদন হতে পারে। গত বছর একরপ্রতি উৎপাদনের পরিমাণ ছিল ৫১ দশমিক ৪ বুশেল।

২০২২-২৩ মৌসুমে যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানিও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে জানিয়েছে ইউএসডিএ। রফতানির পরিমাণ দাঁড়াবে ২১৫ কোটি বুশেল বা ৫ কোটি ১৫ লাখ টনে। এক বছরের ব্যবধানে রফতানি ১০ কোটি বুশেল বাড়বে।

বিশ্লেষকরা বলছেন, খরা পরিস্থিতির কারণে লাতিন আমেরিকার দেশগুলোয় সয়াবিন উৎপাদন দীর্ঘদিন ধরেই ব্যাহত হচ্ছে। ফলে এ অঞ্চল থেকে আমদানিকারক দেশগুলো সরবরাহ নিশ্চিত করতে পারছে না। বিকল্প হিসেবে তারা যুক্তরাষ্ট্রের বাজারে ঝুঁকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *