ফিউচার রিটেইলের ২০০ স্টোর নিয়ন্ত্রণে নিয়েছে রিলায়েন্স
সম্প্রতি ফিউচার রিটেইলের দুই শতাধিক রিটেইল স্টোরের নিয়ন্ত্রণ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল)। ইজারার অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় ফিউচার রিটেইল স্টোরগুলোর নিয়ন্ত্রণ হাতে নিয়েছে মুকেশ আম্বানি মালিকানাধীন কোম্পানিটি। খবর রয়টার্স ও পিটিআই।
ফিউচার রিটেইলের নিয়ন্ত্রণে রয়েছে ১ হাজার ৭০০টিরও বেশি রিটেইল আউটলেট। শনিবার থেকে দুই শতাধিক স্টোরের যাবতীয় অপারেশন নিজেদের হাতে তুলে নিয়েছে আরআইএল। পাশাপাশি ফিউচারের সব কর্মচারীকে চাকরি অফারও দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানিটি। ২০২০ সালের আগস্টে কিশোর বিয়ানির ফিউচার গ্রুপ জানিয়েছিল, রিলায়েন্সের সঙ্গে ৩৪০ কোটি ডলার বা ২৪ হাজার ৭১৩ কোটি রুপির একীভবন চুক্তি হয়েছে তাদের। কিন্তু ফিউচারের অন্য অংশীদার অ্যামাজনের বাধার মুখে একীভবনে অচলাবস্থা সৃষ্টি হয়। মার্কিন ই-কমার্স জায়ান্টটির অভিযোগ, ২০১৯ সালে উভয় কোম্পানির মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত লঙ্ঘন করছে এ অধিগ্রহণ প্রস্তাব। তাছাড়া ফিউচার রিটেইলে ২০ কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন।