সুদহার দ্বিগুণ বাড়িয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রুবলের মানে পতন এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সুদের হার দ্বিগুণ বাড়িয়েছে রাশিয়া। আজ ব্যাংক অব রাশিয়া জানায়, সুদহার ৯ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়েছে ২০ শতাংশ করা হচ্ছে। রুবলের মান পতনের ফলে দ্রব্যমূল্যে যে প্রভাব পড়েছে তা ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকটি। খবর বিবিসি ও এপি।

বৈশ্বিক লেনদেন ব্যবস্থা সুইফটে রাশিয়ার ব্যাংকগুলোকে ব্লক করার ফলে রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কতটুকু ক্ষতিগ্রস্থ হবে তা স্পষ্ট নয়। বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে জরুরি আমদানি-রফতানি চালু রাখতে রাশিয়ার ৬৪ হাজার কোটি ডলারের রিজার্ভ রয়েছে।

পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে সোমবার ডলারের বিপরীতে রুবলের মান রেকর্ড পতন হয়েছে। আজ সর্বশেষ খবরে দেখা গেছে ডলারের বিপরীতে রুবলের মান ১০৫ দশমিক ২৭। গত শুক্রবারও রুবলের মান ছিল যেখানে ৮৪।

গত সপ্তাহে আরোপিত নিষেধাজ্ঞার ফলে ডলারের বিপরীতে রুবলের মান রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে।

সুইফট থেকে বেশ কয়েকটি রুশ ব্যাংককে বিচ্ছিন্ন করে দেয়া মস্কোর বিরুদ্ধে ইইউ, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে।

ব্যাংকগুলোর উপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে এই আশঙ্কার মধ্যে রোববার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনায় ব্রেন্ট অপরিশোধিত জ্বালানী তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এদিকে জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ইউরোর মানও কমেছে ১ শতাংশ।

সুইফট মেসেজিং ব্যবস্থা ব্লক করায় রাশিয়ার আর্থিক কাঠামো বেশ ঝুঁকিতে পড়েছে। জ্বালানী তেল ও গ্যাস রফতানিতে সুইফটের উপর বড় আকারে নির্ভরশীল রাশিয়া।

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা এটিএম বুথ থেকে অর্থ তোলার পরিমাণ সীমিত করে দিতে এই আশঙ্কায় অনেক রাশিয়ানকে বুথের সামনে ভীর জমাতে দেখা গেছে। এটিএম বুথের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সোমবার অর্থ তুলেছেন অনেক রাশিয়ান নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *