মিসরের ফিনটেক প্রতিষ্ঠানে বিনিয়োগ বেড়েছে ৩০০%

স্টাফ রিপোর্টার

বিদায়ী বছর মিসরের আর্থিক পরিষেবা দেয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় (ফিনটেক) বিনিয়োগ অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল। মিসরের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, গত বছর ফিনটেক প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। খবর আরব নিউজ।

মিসরের কেন্দ্রীয় ব্যাংকের ফিনটেক বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ফিনটেক খাতে বিনিয়োগে সর্বমোট ৩২টি চুক্তির মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ডলার। এটি দেশের প্রযুক্তি সংশ্লিষ্ট আর্থিক পরিষেবার উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়টি তুলে ধরে। ২০১৪ সালে মিসরে মাত্র দুটি প্রতিষ্ঠান প্রযুক্তিগত আর্থিক পরিষেবা দিত। ২০২১ সাল শেষে তা বেড়ে ১১২টিতে উন্নীত হয়েছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ব্যবসা প্রযুক্তি বিভাগের প্রথম ডেপুটি গভর্নর আয়মান হুসেইন বলেন, ফিনটেক পরিষেবার প্রচারের ফলে ফিনটেক উদ্যোক্তা, স্টার্টআপ এবং এ খাতে বিনিয়োগকারীদের জন্য আগামীর পথ মসৃণ হয়েছে। চলতি বছর এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি দেখার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *