অর্থনীতিতে মন্দা কাটাতে কর ছাড়ে মনোযোগী চীন

স্টাফ রিপোর্টার

মহামারীসহ নানা কারণে অর্থনৈতিক মন্দা ভাব পার করছে চীনের অর্থনীতি। এ অবস্থা থেকে উত্তরণে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকারগুলোর রাজস্ব ঘাটতি পূরণে তাদের জন্য অর্থ বরাদ্দ এবং বড় অংকের কর ও ফি ছাড়। দেশটির অর্থমন্ত্রী লিউ কুন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

এক সংবাদ সম্মেলনে চীনা অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালে কর ছাড়ের বিষয়টি এর আগের বছরের চেয়ে বেশি হবে। গত বছর ১ লাখ ১০ হাজার কোটি ইউয়ান করছাড় দেয়া হয়েছিল। তিনি বলেন, বিভিন্ন অনুন্নত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য চলতি বছর অর্থ প্রদানের পরিমাণ বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে সাধারণ স্থানান্তরের পরিমাণ বাড়ানো হবে।

মহামারীর কারণে সৃষ্ট মন্দা থেকে বেশ শক্তিশালীভাবেই ফিরতে শুরু করেছিল চীনের অর্থনীতি। কিন্তু গত বছরের মাঝামাঝি এসে তা গতি হারায়। মূলত সম্পত্তির বাজারে ঋণ সমস্যা ও নভেল করোনাভাইরাস প্রতিরোধী নানা বিধিনিষেধের কারণে ভোক্তাদের ব্যয় ও বাজারের প্রতি আস্থা কমে যায়।

এমন পরিস্থিতিতে চীনা অর্থমন্ত্রী বলছেন, আমরা এ সমস্যার সঠিক সমাধান চাই। আশা করছি চলতি বছরই সেটি অর্জন করতে পারব আমরা। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার পর্যায়ে অর্থ স্থানান্তর প্রক্রিয়াটি অনুন্নত অঞ্চলের জন্য চলমান থাকবে। এ মুহূর্তে চীনের অর্থনীতি নতুন করে নিম্নমুখী চাপের সম্মুখীন হচ্ছে। যার জন্য রাজস্ব নীতির সঠিক প্রয়োগ জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *