চীনে গাড়ি বিক্রি বেড়েছে
স্টাফ রিপোর্টার
জানুয়ারিতে চীনে অটোমোবাইলের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা আট মাস পতনের পর বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে বিক্রি ঊর্ধ্বমুখী হয়েছে। চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স জানিয়েছে, জানুয়ারিতে গাড়ি বিক্রি ২৫ লাখ ৩০ হাজার ইউনিটে পৌঁছেছে। গত মাসে নিউ এনার্জি ভেহিকলের (এনইভি) বিক্রি ৪ লাখ ৩১ হাজারে উন্নীত হয়েছে। রয়টার্স