প্রত্যাশার চেয়েও বেশি আয়-মুনাফা নেসলের

স্টাফ রিপোর্টার

কভিডজনিত প্রতিবন্ধকতা সত্ত্বেও গত বছর আয় ও মুনাফা বেড়েছে নেসলের। কফি ও পোষা প্রাণীর খাবারের তুমুল চাহিদার পাশাপাশি দাম বাড়িয়ে দেয়ার বিষয়টি আয় বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছে সুইস খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

নেসলে জানিয়েছে, ২০২১ সালে সংস্থার নিট বিক্রি ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যদিও প্রতিষ্ঠানটির একটি জরিপে ৭ দশমিক ১ শতাংশ বিক্রি বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিল। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পুনরায় কভিডের সংক্রমণ বাড়লেও সংস্থাটির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ বিষয়গুলো সংস্থাটির মুনাফা বাড়াতেও সহায়তা করেছে।

নেসক্যাফে কফির প্রস্তুতকারক জানিয়েছে, কভিডজনিত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পরিচালন মুনাফার মার্জিন কিছুটা কমেছে। ২০২১ সালে পরিচালন মুনাফার মার্জিন ১৭ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। যেখানে ২০২০ সালে এ হার ছিল ১৭ দশমিক ৭ শতাংশ। কাঁচামাল, জ্বালানি ও পরিবহনে উচ্চ ব্যয়ের কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে নেসলে। এটি মূল্যস্ফীতি ও মূল্য নির্ধারণের কার্যক্রমের মধ্যে বিলম্ব করার বিষয়টিও তুলে ধরে।

গত সপ্তাহে ইউনিলিভার ব্যয় বেড়ে যাওয়া নিয়ে সতর্ক করেছে। এ অবস্থায় ব্যয় মোকাবেলায় পণ্যের দাম বাড়াতে হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ ভোক্তাপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

গত বছর আয় বাড়ার কারণ হিসেবে দাম বাড়ানোর বিষয়টি ভূমিকা রেখেছে বলে জানিয়েছে নেসলে। চতুর্থ প্রান্তিকে সংস্থাটি ৩ দশমিক ১ শতাংশ দাম বাড়িয়েছে। পণ্যের দাম বাড়ানোর হার তৃতীয় প্রান্তিকেও ২ দশমিক ১ শতাংশ ছিল।

চলতি বছর পরিচালন মুনাফার মার্জিন ১৭ থেকে ১৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ২০২২ সালে নিট বিক্রি বাড়বে প্রায় ৫ শতাংশ। মধ্যম মেয়াদে নিট বিক্রি ৪-৬ শতাংশ বাড়বে বলেও আশা করা হচ্ছে।

২০২১ সালে নেসলের নিট মুনাফা ১ হাজার ৬৯০ কোটি সুইস ফ্রাঙ্কে (১ হাজার ৮৩৪ কোটি ডলার) দাঁড়িয়েছে। মুনাফার এ পরিমাণ আগের বছরের চেয়ে ৩৮ দশমিক ২ শতাংশ বেশি। মুনাফা বেড়ে যাওয়ায় নেসলে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ শেয়ারপ্রতি ২ দশমিক ৮০ ফ্রাঙ্কে উন্নীত করেছে। ২০২০ সালে বিতরণকৃত লভ্যাংশের পরিমাণ ছিল ২ দশমিক ৭৫ ফ্রাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *