ইয়ামাহার নতুন শো-রুম রাঙ্গামাটিতে
স্টাফ রিপোর্টার
ইয়ামাহার নতুন ৩এস ডিলার রাঙ্গামাটি মোটরসের উদ্বোধন হয়েছে। এখন থেকে এ অঞ্চলের গ্রাহকরা বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ নিতে পারবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির বিজন সরণিতে এ শো-রুম উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়াও রাঙ্গামাটি মোটরসের স্বত্বাধিকারী ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মোটরস। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৮৮টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।