৭৫ লাখ টন গ্যাস রফতানির লক্ষ্যমাত্রা মিসরের
চলতি অর্থবছর ৭৫ লাখ টন প্রাকৃতিক গ্যাস রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিসর। দেশটির গ্যাস অনুসন্ধানে খনন কার্যক্রম বেড়েছে। এছাড়া অনুসন্ধানসংক্রান্ত বিভিন্ন চুক্তির ফলে উত্তোলন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এসব কারণে দেশটি গ্যাস রফতানিতে সম্ভাবনা দেখছে। সম্প্রতি দেশটির রাষ্ট্রমালিকানাধীন গ্যাস কোম্পানির চেয়ারম্যান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
চলতি বছরের জুলাইয়ে মিসরে ২০২২-২৩ অর্থবছর শুরু হবে। ইজিপসিয়ান গ্যাস হোল্ডিং কোম্পানি (ইগ্যাস) প্রত্যাশা করছে, এ সময় তিনটি গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদিত হবে। এছাড়া পাঁচটি উত্তোলন প্রকল্প বাস্তবায়নেরও সম্ভাবনা রয়েছে।
পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী মেগডি গালাল বলেন, এসব প্রকল্পের অধীনে ৩৩টি গ্যাস কূপ খনন করা হবে। এগুলো থেকে দৈনিক ৪৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস ও দৈনিক ১৭ হাজার ব্যারেল কনডেনসেট উত্তোলন সম্ভব হবে। ভূমধ্যসাগর ও ডেলটা অঞ্চলে উত্তর আফ্রিকার দেশটি ১৩টি গ্যাস কূপ খনন করবে।
এদিকে চলতি অর্থবছরের প্রথমার্ধে নতুন চারটি গ্যাস উত্তোলন প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবে ১২টি কূপ। এসব কূপ থেকে দৈনিক ৩৭ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস ও দৈনিক ১২ হাজার ১০০ ব্যারেল কনডেনসেট উত্তোলন সম্ভব হবে।
পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর মিসরের প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বাড়ে। উত্তোলনের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৩১ লাখ টনে। বছরের তৃতীয় প্রান্তিকে দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করে ১০ লাখ টন।