ইউক্রেনের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে অনেক এয়ারলাইনস

স্টাফ রিপোর্টার

রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এ সতর্কবার্তার পর থেকে ইউক্রেনের আকাশসীমা পরিহার করতে শুরু করেছে বিশ্বের এয়ারলাইনসগুলো। পাশাপাশি বীমাসংক্রান্ত ইস্যু ও ইউরোপের এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোর নেয়া সিদ্ধান্তের কারণেও দেশটির আকাশসীমা এড়িয়ে চলা হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্তের কারণে যেমন বাড়বে পথের দূরত্ব, তেমনি বাড়বে খরচও। খবর রয়টার্স।

নেদারল্যান্ডসের এয়ারলাইন কেএলএম জানিয়েছে, ইউক্রেনগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনের আকাশসীমাও পরিহার করা হয়েছে। অন্যদিকে জার্মানির লুফথানসা বলছে, তারা স্থগিতাদেশ দেয়ার বিষয়টি বিবেচনা করছে।

রয়টার্সের ফ্লাইট রাডারের তথ্য বলছে, ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডন ও এশিয়ার মধ্যে চলাচলকারী ফ্লাইটগুলোকে ইউক্রেনের আকাশসীমা পরিহার করে চলাচল করতে দেখা গেছে। সংস্থাটির একজন পাইলট এক টুইটার বার্তায়ও বিষয়টির ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক ভূরাজনীতির কারণে লন্ডন থেকে ব্যাংকক পৌঁছতে অনেক বেশি সময় লেগেছে বলে তিনি টুইট করেন। তবে এখন পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

এমনকি ইউক্রেনের এয়ারলাইন স্কাইআপও পর্তুগাল থেকে ইউক্রেনগামী একটি ফ্লাইট ফিরিয়ে নিয়েছে। দেশটির বীমা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এরই মধ্যে তারা উড়োজাহাজের যুদ্ধঝুঁকি-বিষয়ক বেশকিছু ই-মেইল পেয়েছে। যদিও দেশটির সরকার জানিয়েছে, ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বীমা ও ঋণ প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ৫৯ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। তারা চায়, ইউক্রেনের আকাশে ফ্লাইটের আনাগোনা চালু থাক।

ফ্লাইট পরিচালনা-বিষয়ক উপদেষ্টা প্রতিষ্ঠান ওপিএস গ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি বলেন, গত কিছুদিনের ঘটনা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে অচিরেই অন্য এয়ারলাইনগুলোও ইউক্রেনের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করবে। যদি কেএলএম, লুফথানসা ও ব্রিটিশ এয়ারওয়েজের মতো সংস্থাগুলো ইউক্রেনকে পরিহার করতে শুরু করে তাহলে ২০১৪ সালের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হবে। সে সময় পূর্ব ইউক্রেনে এমএইচ১৭ উড়োজাহাজটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

ইউক্রেনের আকাশসীমা বাদ দিয়ে ফ্লাইট পরিচালনা করলে আশপাশের গন্তব্যগুলোর জন্য খরচ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বেড়ে যাবে ফ্লাইটের সময়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *