ইলকার আইসি এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী

স্টাফ রিপোর্টার

এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন টার্কিস এয়ারলাইন্সের সাবেক চেয়ারপারসন ইলকার আইসি। সোমবার টাটা গ্রুপের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহীর নাম ঘোষণা করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।

ইলকারের নিয়োগের বিষয়ে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, বিমান শিল্পে ইলকার হচ্ছেন একজন অন্যতম নেতা। তিনি টার্কিস এয়ারলাইন্সের নেতৃত্ব দিয়েছেন এবং তার সময়কালে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা অর্জন করেছে।

তিনি বলেন, ইলকারকে টাটা গ্রুপে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি এয়ার ইন্ডিয়াকে নতুন যুগে নেতৃত্ব দেবেন। টাটা সন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের ১ এপ্রিলের আগেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ইলকার আইসি ১৯৭১ সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী এবং সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নাম ঘোষণা পর ইলকার আইসি বলেন, একটি অন্যতম এয়ারলাইন্সের নেতৃত্ব দেওয়ার সুযোগ এবং টাটা গ্রুপে যোগদান করতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত। টাটা গ্রুপের নেতৃত্বে এয়ার ইন্ডিয়ায় আমার সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। ভারতের আতিথেয়তার প্রতিফলনে একে বিশ্বের সেরা এয়ারলাইন্সগুলোর একটিতে পরিণত করব।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার দায়িত্ব পেয়েছে টাটা। দীর্ঘ প্রতীক্ষার পর টাটা গ্রুপের কাছে এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তান্তর করা হয়।

গত বছর অক্টোবরে এয়ার ইন্ডিয়াকে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে টাটার কাছে বিক্রি করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই শুরু হয় বিক্রির সঙ্গে যুক্ত অন্যান্য প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার ইন্ডিয়া স্যাটসের (‘গ্রাউন্ড হ্যান্ডেলিং’ বা অন্যান্য বিষয় সামলানো হয় যে সংস্থাকে দিয়ে) ৫০ শতাংশ শেয়ারও টাটার কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে ভারতের বিমানবন্দরগুলোতে এয়ার ইন্ডিয়ার সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে অভ্যন্তরীণ ৪ হাজার ৪শ এবং ১ হাজার ৮শ আন্তর্জাতিক ল্যান্ডিং এবং পার্কিং স্লট। বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ৯শটি এমন স্লট এয়ার ইন্ডিয়ার হাতে রয়েছে। এখন টাটার হাতে যাওয়া এয়ার ইন্ডিয়ার মোট ১৪১টি বিমান রয়েছে। এর মধ্যে ৪২টি বিমান চুক্তিভিত্তিতে অন্য জায়গা থেকে নেওয়া এবং ৯৯টি বিমান তাদের নিজস্ব।

১৯৩২ সালে টাটা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। ১৯৪৬ সালে নাম বদলে করা হয় এয়ার ইন্ডিয়া। পরে ১৯৫৩ সালে এর নিয়ন্ত্রণ নেয় সরকার। তবে জেআরডি টাটা ১৯৭৭ সাল পর্যন্ত এর চেয়ারম্যানের দায়িত্বেই ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *