যুক্তরাষ্ট্রের গম রফতানি কমছে
চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের গম রফতানি কমার পূর্বাভাস মিলেছে। খাদ্যশস্যটির ঊর্ধ্বমুখী দামের কারণে দেশটি থেকে কৃষিপণ্যটি ক্রয়ে আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।
তথ্য বলছে, ৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ১ কোটি ৭৩ লাখ টন গম রফতানির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। অথচ এর আগে ইউএসডিএ ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টনের পূর্বাভাস দিয়েছিল। সে হিসাবে রফতানি কমবে ২১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের গম রফতানিতে বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশচুম্বী দাম। ব্যয়বহুল হওয়ায় দেশটির গম আন্তর্জাতিক ভোক্তাদের কাছে আকর্ষণ হারিয়েছে। ২০২১-২২ বিপণন মৌসুমের শুরুতেই মার্কিন গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ১৫ শতাংশ বেড়েছে। বর্তমানে মূল্য স্থির হয়েছে বুশেলপ্রতি ৭ ডলার ৯৮ সেন্টে।
সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও প্যাসিফিক উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ খরা দেশটিতে গমের দাম বাড়াতে সহায়তা করেছে। নভেম্বরের শেষ দিকে প্রতি বুশেলের দাম ৮ ডলার ৫৬ সেন্টে উঠে আসে, যা ২০১২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।
এদিকে চলমান ভূরাজনৈতিক অস্থিরতাও দাম বাড়াতে ভূমিকা পালন করছে। এ কারণে শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, বাড়ছে ইউক্রেনের গমের দামও। অন্যদিকে বিভিন্ন দেশে গমের বাম্পার ফলন হওয়ায় মার্কিন গমের বাজার চাপের মুখে পড়েছে।