রেকর্ড মুনাফায় মায়েরস্ক

স্টাফ রিপোর্টার

২০২১ সালে সবচেয়ে লাভজনক বছর পার করেছে এপি মুলার-মায়েরস্ক। গত বছর ১ হাজার ৮৭০ কোটি ডলার মুনাফা পেয়েছে বিশ্বের বৃহত্তম শিপিং প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বেশ লম্বা সময় সরবরাহ চেইনের সংকট ছিল। সেখান থেকে উত্তরণের পথে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে গত বছর দারুণ মুনাফা করে ড্যানিশ প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

মায়েরস্কের প্রধান নির্বাহী সোরোন স্কু বলেন, বাজার পরিস্থিতি এখন অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। এমন অবস্থায় আমরা রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি পেয়েছি এবং এখন লাভজনক হিসেবে ব্যবসা পরিচালিত হচ্ছে।

গত বছরের শেষ প্রান্তিকে মায়েরস্কের আয় ১ হাজার ৮৫০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে আগের বছরের একই সময়ে আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৩০ কোটি ডলার। অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৬৩০ কোটি ডলারে। মুনাফার এ পরিমাণ আগের বছরের একই সময়ের ১৩০ কোটি ডলারের চেয়ে অনেক বেশি।

কোপেনহেগেনভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, মহামারীসংক্রান্ত বিধিনিষেধ ও লকডাউন কাটিয়ে এগিয়ে যেতে শুরু করেছে বিশ্বের অর্থনীতি।  গ্রাহক পর্যায়ে চাহিদা বাড়ায় মায়েরস্কের মতো শিপিং কোম্পানিগুলোতেও চাপ বাড়ছে। আর সে কারণেই গত বছর রেকর্ড পরিমাণ মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *