বেসরকারি খাতে যোগ দিয়েছেন চার লাখ সৌদি
স্টাফ রিপোর্টার
২০২১ সালে সৌদি আরবের শ্রমবাজারে যোগ দিয়েছেন চার লাখ সৌদি নারী ও পুরুষ কর্মী। দেশের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী মোহাম্মেদ আল রাঝি এ তথ্য জানিয়েছেন। গত বছর দেশের বেসরকারি খাতে মোট সৌদি কর্মীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। সৌদি জনগণের সরকারি চাকরিতে আগ্রহ বেশি। ফলে বেসরকারি খাতকে বিদেশী শ্রমের ওপর নির্ভর করতে হয়। তাই আরব দেশটি জাতীয়ভাবে প্রচেষ্টা চালাচ্ছে যেন নাগরিকরা বেশি বেশি বেসরকারি খাতে প্রবেশ করে। আরব নিউজ