আসছে অ্যাপলের আইফোন এসই ফাইভজি

স্টাফ রিপোর্টার

মার্চের ৮ তারিখ ফাইভজি প্রযুক্তিসম্পন্ন আইফোন এসইর উন্নত সংস্করণ বাজারে আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। একই সঙ্গে কোম্পানিটি নিজেদের নতুন সিপিইউ ও ফাইভজি প্রযুক্তিসম্পন্ন আইপ্যাডও বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। খবর দ্য ভার্জ।

আইফোন ১৩ বাজারে উন্মুক্ত করার পর থেকেই আইফোন এসইর উন্নত ভার্সনের ব্যাপারে বাজারে নানা ধরনের গুজব প্রচলিত ছিল। ব্লুমবার্গ জানায়, বাজারে প্রচলিত মডেল অনুসারে ৪ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে আরো দ্রুতগতির চিপ নিয়ে বাজারে আসবে আইফোন এসই। ২০২০ সালে উন্মুক্ত আইফোন এসইর বর্তমান দাম ৩৯৯ ডলার।

প্রযুক্তিসংশ্লিষ্টরা ধারণা করছেন এ১৫ সিপিইউ ও ফাইভজি প্রযুক্তি যুক্ত করার ফলে উন্নত সংস্করণে আইফোন এসইর দাম কিছুটা বাড়বে। টাচ আইডির ব্যাপারে কোনো কিছু জানা না গেলেও কিছু ডিজাইন আপডেট ছাড়া এটি দেখতে প্রায় বর্তমান সংস্করণের মতোই হবে বলে মনে করা হচ্ছে।

যেসব আইফোন ও আইপ্যাডে ফেস আইডি ব্যবহার করা হচ্ছে সেগুলোয় মাস্ক-সংবলিত ফেস আইডি যুক্ত করা হতে পারে বলে জানা গেছে। এ ধরনের সুবিধাও মার্চে ঘোষণা দেয়া হতে পারে। এছাড়া নতুন ইমোজির পাশাপাশি বহুল প্রত্যাশিত ইউনিভার্সাল কন্ট্রোল ফিচার নিয়ে আসতে পারে অ্যাপল। যার মাধ্যমে একটি কি-বোর্ড ও মাউস দ্বারা অনেক ম্যাক কম্পিউটার ও আইপ্যাড নিয়ন্ত্রণ করা যাবে।

জানা যায়, মার্চ নাগাদ নতুন সিপিইউযুক্ত ম্যাক কম্পিউটারের নতুন মডেলও বাজারে আসতে পারে। তবে এটি আইফোন এসইর উন্নত সংস্করণের সঙ্গে উন্মুক্ত করা হবে না বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শেষ দিকে নতুন আইম্যাক ও ম্যাক প্রো ডেস্কটপ উন্মুক্ত করতে পারে অ্যাপল। একই সঙ্গে বছরের শেষ দিকে নতুন ডিজাইনকৃত ম্যাকবুক এয়ার, উন্নত সংস্করণের লো-ইন্ড ম্যাকবুক প্রো, তিনটি অ্যাপল ওয়াচ, চারটি আইফোন ১৪ মডেল এবং নতুন এয়ারপড বাজারে উন্মুক্ত করতে পারে অ্যাপল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *