লভ্যাংশ দেবে আরএকে সিরামিক

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভূক্ত আরএকে সিরামিক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারপ্রতি এক টাকা ২৫ পয়সা করে লভ্যাংশ দেবে।

কোম্পানির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ১২ পয়সা।

এই মুনাফার ওপর ভিত্তি করেই আরএকে সিরামিক সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে কোম্পানিটিকে এক টাকা ২৫ পয়সা দিতে হবে।

অর্থাৎ মুনাফার ৫৯ শতাংশ কোম্পানিটি লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করবে। বাকি ৪১ শতাংশ মুনাফার ভাগ পাওয়া থেকে বঞ্চিত হবেন তারা।

এই লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যত খুশি বাড়তে বা কমতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *