আইফোন ১৩-এর আদলে জিওনির নতুন স্মার্টফোন
চীনের বাজারে নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে জিওনি। ডিজাইনের দিক থেকে জিওনি ১৩ প্রো স্মার্টফোনটি দেখতে প্রায় আইফোন ১৩ বা ১৩ প্রোর মতো। ডিজাইন ছাড়াও স্মার্টফোনটির অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো, হুয়াওয়ে ছাড়া প্রথমবারের মতো অন্য কোনো প্রতিষ্ঠানের স্মার্টফোনে হারমনি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
জিওনি ১৩ প্রো স্মার্টফোনটিতে ৬ দশমিক ২৬ ইঞ্চির এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে ও বড় আকারের নচ ডিজাইন দেয়া হয়েছে। ডিসপ্লেটির আসপেক্ট রেশিও ১৯:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০ দশমিক ৩ শতাংশ। ডিসপ্লে নচে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে, যা সেলফি ও ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকলেও ফেস আনলক ফিচার দেয়া হয়েছে।
আইফোন ১৩-এর আদলে নির্মিত জিওনি ১৩ প্রো স্মার্টফোনের পেছনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেয়া হয়েছে। ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ ও মাইক্রোফোন রয়েছে। সেকেন্ডারি ক্যামেরার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আইফোনের মতো জিওনি ১৩ প্রো স্মার্টফোনে সমতল প্রান্ত ব্যবহার করা হয়েছে। ফোনের ডান পাশে ভলিউম আপ-ডাউন ও লাল রঙের পাওয়ার বাটন দেয়া হয়েছে।
নতুন স্মার্টফোনটিতে কোয়াড কোরের ইউনিসক টাইগার টি৩১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। গ্রাফিকস প্রসেসিং ইউনিট হিসেবে এতে পাওয়ার ভিআর জিই৮৩০০ চিপ দেয়া হয়েছে। ৪/৩২ এবং ৪/১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাবে। তবে এতে খুবই কম ব্যাটারি দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৩ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দিয়েছে প্রতিষ্ঠানটি। ইউএসবিসি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যাবে। বাজার বিশ্লেষকরা এত কম ব্যাটারি প্রদানের বিষয়টিকে নেতিবাচকভাবেই উল্লেখ করেছেন। হারমনি অপারেটিং সিস্টেম পরিচালিত স্মার্টফোনটিতে হুয়াওয়ে মোবাইল সার্ভিস (এইচএমএস) ব্যবহারের সুবিধাও রয়েছে।
জিওনি ১৩ প্রো স্মার্টফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, জিপিএস, ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। সেন্সরের দিক থেকে ফোনটিকে এক্সিলারোমিটার, প্রক্সিমিটিসহ আরো ফিচার রয়েছে। বাজারে ডিপ সি ব্লু, গ্লো গোল্ড, ব্রিলিয়ান্ট পার্পল ও গ্রাফাইট রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য ৫২৯ ইউয়ান বা ৮৩ ডলার। —গিজমোচায়না