ইইউ অঞ্চলে বাড়তে পারে গমের মজুদ

স্টাফ রিপোর্টার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অঞ্চলে গমের মজুদ বাড়ার পূর্বাভাস মিলেছে। মূলত ব্যাপক পরিমাণে আমদানি বাড়ায় মজুদ ফুলেফেঁপে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

সম্প্রতি ইউরোপিয়ান কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে চলতি মৌসুমে ইইউ অঞ্চলে গমের মজুদ পূর্বাভাস বাড়ানো হয়। প্রতিবেদনে দেখা গেছে, ২০২১-২২ মৌসুমে অঞ্চলটিতে গমের মজুদ দাঁড়াবে ১ কোটি ৩৩ লাখ টনে। এর মধ্য দিয়ে পণ্যটির মজুদ চার বছরের সর্বোচ্চে পৌঁছবে। এর আগে গত বছরের ডিসেম্বরে ১ কোটি ২৯ লাখ টন মজুদের পূর্বাভাস দিয়েছিল কমিশন।

এদিকে গম আমদানি পূর্বাভাসও বাড়ানো হয়েছে। আগের পূর্বাভাসের তুলনায় পাঁচ লাখ টন বাড়বে। মোট আমদানির পরিমাণ দাঁড়াবে ২০ লাখ টনে। তবে ২০২১-২২ মৌসুমের জন্য গম উৎপাদন ও রফতানি পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। উৎপাদনের পরিমাণ ১৩ কোটি ৬ লাখ টন এবং রফতানি ৩ কোটি ২০ লাখ টনে পৌঁছতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়, এদিকে চলতি মৌসুমে ভুট্টার মজুদ ১ কোটি ৮৯ লাখ টন থেকে কমে ১ কোটি ৭৩ লাখ টনে নামতে পারে। মূলত রফতানি বাড়ার সম্ভাবনায় মজুদ কমবে বলে জানানো হয়ে। রফতানির পরিমাণ দাঁড়াবে ৫০ লাখ টনে। যবের মজুদও কমে ৪১ লাখ ৫০ হাজার টনে নামতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *