জয়রথ ছুটছে আর্জেন্টিনার
ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির জন্য লিওনেল মেসিকে বাইরে রেখেই এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। কিন্তু তাতে তাদের টানা জয়ের রেকর্ড ভাঙেনি বরং, আরও বৃদ্ধি পেলো। কলম্বিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা জয় পেয়েছে ১-০ গোলে।
এই জয়ের মধ্য দিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বৃদ্ধি করে নিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। সে সঙ্গে বিশ্বকাপে খেলার পথে কলম্বিয়ার বিপদ বাড়িয়ে দিলো লা আলবেসেলেস্তারা।
কারণ, ১৫ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে কলম্বিয়া। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে। পঞ্চম দলটি সুযোগ পাবে মহাদেশীয় প্লে-অফ খেলার। বাকিদের বিদায় নিতে হবে। সে জায়গায়, আর্জেন্টিনার কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে সপ্তম স্থানে।
আর্জেন্টিনার কর্ডোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ।