আইএমএফ থেকে ৪০০ কোটি ডলার ঋণ নিচ্ছে লেবানন
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪০০ কোটি ডলারের ঋণ নিয়ে দেন-দরবার করছে লেবানন। একই সঙ্গে ভূমধ্যসাগরীয় দেশটি প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছে বলে জানান অর্থনীতিবিষয়ক মন্ত্রী।
আনাদোলু এজেন্সির সঙ্গে এক সাক্ষাত্কারে আমিন সালাম জানান, সোমবার আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ২০১৯ সাল থেকে শুরু হওয়া চরম অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে আইএমএফের কাছে ঋণ সহায়তা চাচ্ছে আরব দেশটি। আনাদোলু এজেন্সি