রিলায়েন্সের নিট মুনাফা বেড়েছে ৪২%

স্টাফ রিপোর্টার

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত নিট মুনাফা ৪২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রিলায়েন্স। সম্প্রতি প্রকাশিত উপাত্তে ভারতীয় কনগ্লোমারেটটি জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের নিট মুনাফা ১৮ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী তেলের উচ্চ চাহিদার ফলে রিলায়েন্সের কেমিক্যালস-টু-অয়েল ব্যবসায় উন্নতির ফলে এ মুনাফা প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। খবর দ্য হিন্দু।

৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে রিলায়েন্সের নিট মুনাফার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৫৫০ কোটি রুপি (২৫০ কোটি ডলার)। এর আগে ব্লুমবার্গের বিশ্লেষকদের প্রাক্কলন ছিল, প্রান্তিকটিতে রিলায়েন্সের মুনাফার পরিমাণ দাঁড়াতে পারে ১৫ হাজার ২৬০ কোটি রুপি।

ভারতের বৃহৎ বেসরকারি কোম্পানিটির মোট আয় ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮২৩ কোটি রুপি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি বলেন, ২০২২ আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে রিলায়েন্স যেকোনো সময়ের চেয়ে সেরা প্রান্তিক অনুভব করেছে। তিনি বলেন, চলতি প্রান্তিকে আমরা কৌশলগত বিনিয়োগ ও ব্যবসাজুড়ে অংশীদারিত্বের ওপর বিশেষ দৃষ্টি চলমান রাখব, যা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির দিকে নিয়ে যাবে।

তৃতীয় প্রান্তিকে রিলায়েন্সের টেলিকম পণ্য জিওর ৯ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধিতে মুনাফার পরিমাণ দাঁড়ায় ৫১ কোটি ১০ লাখ ডলার। এ সময় ১ কোটি ২ লাখ গ্রাহক বৃদ্ধিতে জিওর মোট গ্রাহকের পরিমাণ পৌঁছায় ৪২ কোটি ১০ লাখ। একই সময়ে রিলায়েন্সের অয়েল-টু-কেমিক্যালস বিভাগের পরিশোধন ও পেট্রোকেমিক্যালস পরিচালনা কার্যক্রমের প্রবৃৃদ্ধির পরিমাণ ৫৭ শতাংশ অর্জনে রাজস্ব আয় দাঁড়ায় ১ হাজার ৭৭০ কোটি ডলার।

তৃতীয় প্রান্তিকে রিলায়েন্সের খুচরা ব্যবসার পরিমাণ বার্ষিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। এ সময় খুচরা বিভাগের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি ৪০ লাখ ডলার। উল্লিখিত সময়ে ৮৩৭টি নতুন বিক্রয়কেন্দ্র স্থাপন করে রিলায়েন্স। ফলে কোম্পানিটির মোট বিক্রয় কেন্দ্রের পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার ৪১২টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *