সোনালী ব্যাংক’র জিএম’র সাথে বিজিএমইএ’র মতবিনিময় সভা; রুগ্ন শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস
সোনালী ব্যাংক’র জিএম’র সাথে বিজিএমইএ’র মতবিনিময় সভা; রুগ্ন শিল্পের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রোববার (২৩ জানুয়ারী, ২০২২) এক মতবিনিময় সভায় এ আশ্বাস প্রদান করা হয়।
বিজিএমইএ, চট্টগ্রামের সম্মেলন কক্ষে সোনালী ব্যাংক লিঃ’র চট্টগ্রামের মহা-ব্যবস্থাপক মোঃ আলী আশরাফ আবু তাহের এর সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত সভায় বিজিএমইএ’র পরিচালক এম. আহসানুল হক, প্রাক্তন পরিচালক এসএম সাজেদুল ইসলাম, রুগ্ন পোশাক শিল্পের মালিকবৃন্দ, সোনালী ব্যাংক চট্টগ্রামের ডিজিএম মোঃ শাহীন মিয়া, ইয়াকুব মজুমদার, মনির আহমেদ, অলক কুমার বল সহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বেকার জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টিতে তৈরি পোশাক শিল্প বিগত আশির দশক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময়ে হরতাল, অবরোধ, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক মন্দা, প্রকৃত রপ্তানিমূল্য প্রত্যাবাসিত না হওয়া, ক্রয়াদেশ বাতিল সহ বিভিন্ন কারণে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পথিকৃত ও অগ্রগামী ভূমিকা পালনকারী বিজিএমইএ’র সদস্য বেশ কিছু তৈরি পোশাক কারখানা রুগ্ন হয়ে পড়েছে। এ’সকল রুগ্ন পোশাক শিল্পের সমস্যা সমাধানে বিজিএমইএ সরকারের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দপ্তরের সাথে রুগ্ন পোশাক শিল্পের দায়-দেনা সম্পূর্ণ অবসায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক লিঃ, চট্টগ্রাম এর সহিত সংশ্লিষ্ট রুগ্ন পোশাক শিল্প প্রতিষ্ঠান সমূহের দায়-দেনা অবসায়নে তিনি মহা-ব্যবস্থাপক সোনালী ব্যাংক লিঃ, চট্টগ্রামের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
সোনালী ব্যাংক চট্টগ্রামের মহা-ব্যবস্থাপক মোঃ আলী আশরাফ আবু তাহের বলেন, জাতীয় রপ্তানী ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। ব্যাংকারদের সাহসী ভূমিকা, শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের কঠোর পরিশ্রমের কারণে বাংলাদেশে শিল্পায়ন সম্ভব হয়েছে। রুগ্ন পোশাক শিল্প সমূহের দায়-দেনা অবসায়নে অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সোনালী ব্যাংক চট্টগ্রাম সংশ্লিষ্ট রুগ্ন পোশাক শিল্পের সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে ইতিবাচকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন- বিজিএমইএ’র পরিচালক এম. আহসানুল হক, সীক ইন্ডাষ্ট্রি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আবদুল হালিম দোভাষ, সোনালী ব্যাংক চট্টগ্রামের পক্ষে মোঃ শাহীন মিয়া, ইয়াকুব মজুমদার, মনির আহমেদ প্রমুখ।