ডিবিআইতে কাস্টমস্, ভ্যাট ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক পিজিডি কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটে (ডিবিআই) কাস্টমস, ভ্যাট ও আয়কর ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্য (রপ্তানি ও আমদানি) ব্যবস্থাপনা বিষয়ক ছয় মাসব্যাপী দু’টি স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২১ জানুয়ারি, ২০২২) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ’র সাথে যৌথভাবে ডিবিআই পিজিডি কোর্স দুটি আয়োজন করছে।

ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি আরমান হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্স দুটির উদ্বোধন করেন। তিনিবলেন, ব্যবসা- বাণিজ্যে কাঙ্খিত সাফল্য অর্জনের লক্ষ্যে ও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য সম্পাদন করার জন্য ব্যবসায়ীগণকে আয়কর ও ভ্যাটের নিয়ম-কানুন সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে, যাতে তাঁরা নিজেদের ব্যবসায়ে ভ্যাট ও ট্যাক্সের বিষয়গুলো যথাযথভাব প্রতিপালন করতে সক্ষম হবেন এবং যার মাধ্যমে এ বিষয়ে হয়রানি থেকে অব্যাহতি পেতে পারে।

ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন, বর্তমান বিশ্ব আগের যেকোন সময়ের চেয়ে অধিক প্রতিযোগিতামূলক হয়ে উঠছে, সেই সাথে আমদানি ও রপ্তানি ব্যবসা এবং প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়নের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। এমন বাস্তবতায় প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক জ্ঞান থাকা অতীব জরুরী বলে তিনি মত প্রকাশ করেন এবং এ ব্যাপারে উদ্যোক্তাদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ডিসিসিআই’র মহাসচিব আফসারুল আরিফিন, নির্বাহী সচিব মোঃ জয়নাল আব্দীন এআইইউবি’র এমজিএমটি ও এইচআরএম, এফবিএ শাখার প্রধান ফারহিন হাসান, ডিবিআই’র যুগ্ম নির্বাহী সচিব ও কোর্স সমন্বয়কারী তামান্না সুলতানা এবং সকল প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *