চীনে রেকর্ড অ্যালুমিনিয়াম উৎপাদন
বিদায়ী বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন। দেশটির নীতিনির্ধারকরা ব্যবহারিক ধাতুটির উৎপাদন কমানোর পরিকল্পনা নিলেও তাতে সফল হননি। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বরং উৎপাদন বেড়ে যায়।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যে দেখা গেছে, ২০২১ সালে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন আগের বছরের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লাখ টনে।
খাতসংশ্লিষ্টরা জানান, কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। এ কারণে বিগলন কেন্দ্রগুলোকে অ্যালুমিনিয়াম উৎপাদন কমিয়ে আনতে বলা হয়েছে। কারণ এসব বিগলন কেন্দ্র থেকে অনেক বেশি কার্বন নিঃসরণ হয়। অন্যদিকে বছরের শুরুতে চীনে জলবিদ্যুতের সংকট দেখা দেয়। বছরের শেষ দিকে এসে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ সংকট আরো প্রকট আকার ধারণ করে। ফলে বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতেও অ্যালুমিনিয়াম উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয় বেইজিং। কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকায় দেশটিতে অ্যালুমিনিয়ামের চাহিদা চাঙ্গা হয়ে ওঠে। চাহিদা মেটাতেই উৎপাদন বাড়ায় প্রতিষ্ঠানগুলো।
এনবিএস আরো জানায়, ডিসেম্বরে প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন হয় ৩১ লাখ ১০ হাজার টন। নভেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ৩১ লাখ টন। অর্থাৎ বছরের শেষ মাসে উৎপাদন কিছুটা স্থিতিশীল ছিল। এদিকে ওই মাসে দেশটির দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩০০ টনে। নভেম্বরে দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ৩০০ টন।