বিসিকে দিনব্যাপী সেবা প্রদান প্রতিশুতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ শাখার উদ্যোগে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্স চার্টার) বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি ২০২২) বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সে বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং জেলা কার্যালয় হতে মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী সেবা প্রদান প্রতিশ্রুতি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ।
পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, বিসিক সচিব মোঃ মফিদুল ইসলাম, বিসিক প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিনসহ বিসিক প্রশিক্ষণ শাখার কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।