চীনের ইস্পাত উৎপাদন কমল
বিদায়ী বছর চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শিল্প ধাতুটির উৎপাদনে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। এর আগে ২০২০ সালে চীন রেকর্ড পরিমাণ অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চীন কার্বন নিঃসরণ কমাতে গত বছর অপরিশোধিত ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপ নেয়। পাশাপাশি নজিরবিহীন বিদ্যুৎ সংকট থেকে উত্তরণের লক্ষ্য বাস্তবায়নও এ পদক্ষেপের অন্যতম কারণ।
চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ। গত বছর দেশটি ১০ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। ২০২০ সালের তুলনায় উৎপাদন ৩ শতাংশ কমেছে। ওই বছর দেশটি ১০ লাখ ৬৫ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল।
তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় চীন। এ লক্ষ্য বাস্তবায়নে গত বছরের শুরুতেই খাতসংশ্লিষ্টদের ২০২০ সালের তুলনায় কম ইস্পাত উৎপাদন করতে বলে দেশটির সরকার। তবে অবকাঠামো নির্মাণ ও শিল্প খাতে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বছরের প্রথমার্ধে এ লক্ষ্য বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়। এ সময় ধাতুটির উৎপাদন ২০২০ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ বেড়ে যায়। তবে বছরের শেষার্ধে উৎপাদনে লাগাম টেনে ধরতে সক্ষম হন সংশ্লিষ্টরা।