যুক্তরাষ্ট্রে গমের ক্ষেত বাড়বে

স্টাফ রিপোর্টার

গত বছরের তুলনায় চলতি বছর যুক্তরাষ্ট্রে শীতকালীন গম ক্ষেতের পরিমাণ ২ দশমিক ২ শতাংশ বা ৭ লাখ ৪৯ হাজার একর বাড়বে। চলতি বছর দেশটিতে শীতকালীন গম ক্ষেতের পরিমাণ দাঁড়াতে পারে ৩ কোটি ৪৪ লাখ একর। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে শীতকালীন গম ক্ষেতের পরিমাণ ছিল ৩ কোটি ৩৬ লাখ একর। ২০২০ সালে দেশটিতে শীতকালীন গম ক্ষেতের পরিমাণ ছিল ৩ কোটি ৪৫ হাজার একর। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) ন্যাশনাল এগ্রিকালচার স্ট্যাটিস্টিকস সার্ভিসের (এনএএসএস) এক তথ্যে এমনটা দেখা যায়। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

চলতি বছর যুক্তরাষ্ট্রে শীতকালীন গম ক্ষেতের পরিমাণ রেকর্ড দশম ক্ষুদ্রতম পরিমাণ হলেও ২০১৬ সালের পর সর্বোচ্চ বীজ রোপণ এলাকা হিসেবে দেখা যাবে। উল্লিখিত বছরে দেশটিতে ৩ কোটি ৬১ লাখ একরে শীতকালীন গমের বীজ রোপণ করা হয়েছিল। ২০১৭-২০২১ সাল পর্যন্ত শীতকালীন গমবীজ রোপণের পরিমাণ চলতি বছরের চেয়ে কম ছিল।

এবার সব শীতকালীন গম রোপণ ক্ষেতের মধ্যে ২ কোটি ৩৮ লাখ একরে শক্ত লাল গমের বীজ রোপণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি, ২০২১ সালে ২ কোটি ৩৫ লাখ একরে এ বীজ রোপণ করা হয়েছিল। এনএএসএস জানায়, গত বছরের তুলনায় গম উৎপাদনে ফলনশীল এলাকাগুলোয় গত বছরের তুলনায় রোপণের পরিমাণ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *