সৌদি আরবে বিদ্যুচ্চালিত গাড়ি কারখানা করবে লুসিড
সৌদি আরবে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির কারখানা করতে যাচ্ছে লুসিড মোটরস। ২০২৫ কিংবা ২০২৬ সালের মধ্যে কারখানাটি করতে দেশটির মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর আরব নিউজ।
লুসিড চেয়ারম্যান অ্যান্ড্রু লিভারিস বলেন, এখন আমরা যুক্তরাষ্ট্রে সফলভাবে গাড়ি উৎপাদন ও বিক্রি করছি। আমাদের মনোযোগ এখন সৌদি আরবে এ কারখানার দিকে যাচ্ছে। অংশীদারিত্বের ভিত্তিতে লুসিড এ কারখানা তৈরি করবে বলেও জানান তিনি।
সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সঙ্গে জেদ্দার কাছে একটি বিদ্যুচ্চালিত গাড়ি কারখানা নির্মাণের জন্য আলোচনা করছে। লুসিডের শেয়ারহোল্ডার পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে এ কারখানা নির্মাণের বেশির ভাগ অর্থ সরবরাহ করবে। কারখানার জন্য পিআইএফ ও লুসিড সৌদি আরবের উত্তর-পশ্চিমে গড়ে ওঠা একটি নতুন শহর নিওমে একটি সম্ভাব্য স্থান বিবেচনা করেছে।
২০২১ সালে ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটির লক্ষ্য ছিল ৫৭৭ ইউনিট গাড়ি গ্রাহকদের হাতে পৌঁছে দেয়া। এর মধ্যে ৫২০ ইউনিট ড্রিম সংস্করণের।