কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি শরীফুল, সম্পাদক সাজ্জাদ

স্টাফ রিপোর্টার

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২১ (শনিবার) : দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার মো. শরীফুল ইসলামকে সভাপতি ও বাসস’র সিনিয়র রিপোর্টার মো. সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তক্রমে আজ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি সাঈদ আহমেদ খান (ইনকিলাব), ফারুক খান (বাংলাদেশ কণ্ঠ), যুগ্ম সম্পাদক এম. মোশাররফ হোসাইন (দেশ সংবাদ), সাইফুল ইসলাম (জিটিভি), অর্থ সম্পাদক শহীদুল ইসলাম (এসবিসি৭১.কম), সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ), দফতর সম্পাদক তাহমিনা আক্তার (দৈনিক কালবেলা), তথ্য-প্রযুক্তি সম্পাদক মনির মিল্লাত (একাত্তর টিভি), শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু নাছের (এস এ টিভি), প্রচার সম্পাদক শরিফুল ইসলাম (দ্য রিপোর্ট), প্রকাশনা সম্পাদক ইমরান মাহফুজ (ডেইলি স্টার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোলাইমান সালমান (ডেইলি সান), সমাজ কল্যাণ সম্পাদক হালিম মোহাম্মদ (সংবাদ সারাবেলা), আন্তর্জাতিক সম্পাদক কমল চৌধুরী (সাউথ এশিয়ান টাইমস) ও ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক জহির আলম সিকদার (আমাদের কণ্ঠ)।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন শিমুল মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন), মো. আবু তাহের (দৈনিক প্রভাত), মো. দিদারুল আলম দিদার (বাসস), সা. মো. মসিহ্ রানা (বাংলাদেশ প্রতিদিন), মাইনুল আহসান (এটিএন বাংলা), নাসরিন সুলতানা (সংবাদ সারাবেলা), মো. আবদুল অদুদ (দৈনিক ইনকিলাব), কামরুজ্জামান বাবলু (নিউ নেশন), মুশফিকুর রহমান (মোহনা টিভি), খান আল আমিন (আরটিভি), খন্দকার আলমগীর হোসেন (আমাদের নতুন সময়), সায়ীদ আবদুল মালিক (দেশ সংবাদ), শাহরিয়ার আরিফ (চ্যানেল২৪), নার্গিস জুঁই (বিটিভি), মাহমুদুল হাসান নাজিম (ডিবিসি টিভি), ফখরুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর), মোশাররফ হোসেন ভূইয়া (বাংলাদেশ কণ্ঠ), শফিকুল ইসলাম সাদ্দাম (দৈনিক দিন প্রতিদিন), শাহ নেওয়াজ বাবলু (দৈনিক মানবজমিন), জহিরুল ইসলাম (কালের কণ্ঠ), বাশার খান (এটিএন বাংলা), সাইফুল ইসলাম (মানবকণ্ঠ), শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট), সেরাজুম মুনিরা (জিটিভি), একে সালমান (দৈনিক যুগান্তর) ও নিজাম উদ্দিন দরবেশ (টাচ নিউজ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *