বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা ৬ মাস বাড়লো

স্টাফ রিপোর্টার

আমদানি-রপ্তানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ৬ মাস বাড়িয়ে চলতি ২০২২ সালের জুন ৩০ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট সময় বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন দিয়েছে।

এর আগে বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা সদ্য বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনের কারণে ৬ মাস সময় বৃদ্ধি হলো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীতি সহায়তার অংশ হিসেবে সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় শিল্পের কাঁচামাল, রপ্তানিখাতের ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে পরিশোধ সময় ১৮০ দিনের পরিবর্তে ২৭০ দিন করা যাবে।

চলতি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে বিজিএমইএ ও বিটিএমএ এর সদস্যের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণ সীমা ৩০ মিলিয়ন মার্কিন ডলার থাকছে। বর্ধিত সুবিধার ক্ষেত্রে যৌক্তিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

রপ্তানির সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক গৃহীত ব্যবস্থা বৈদেশিক বাণিজ্যে স্বস্তি দেবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কার্যক্রম ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *