যুক্তরাষ্ট্রের ইস্পাত আমদানিতে উল্লম্ফন
সদ্যবিদায়ী বছরে যুক্তরাষ্ট্রের ইস্পাত আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। মূলত মহামারীর প্রভাব কাটিয়ে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার হওয়ায় অবকাঠামো নির্মাণ খাতে দ্রুত প্রসার ঘটতে শুরু করে। ফলে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে ইস্পাতের চাহিদা। অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদক হওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ চাহিদা পূরণ ২০২১ সালের ১১ মাসে বিপুল পরিমাণ ইস্পাত আমদানি করেছে দেশটি। আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, বিদায়ী বছরের ১১ মাসে যুক্তরাষ্ট্র ২ কোটি ৯২ লাখ ৩০ হাজার টন ইস্পাত আমদানি করে। ২০২০ সালের একই সময়ের তুলনায় আমদানি ৪৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে একই সময় পরিশোধিত ইস্পাত পণ্য আমদানি করা হয়েছে ২ কোটি ৩৬ লাখ টন। ২০২০ সালের একই সময়ের তুলনায় এসব পণ্যের আমদানি ৪৬ দশমিক ১ শতাংশ বেড়েছে।
অন্যদিকে মার্কিন সেনশাস ব্যুরো এক প্রতিবেদনে জানায়, বিদায়ী বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ৩১ লাখ টন ইস্পাত আমদানি করে। অক্টোবরের তুলনায় আমদানি বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। এদিকে পরিশোধিত ইস্পাত পণ্য আমদানি বেড়েছে ৯ দশমিক ৬ শতাংশ। এ সময় দেশটি ২৫ লাখ ৮০ হাজার টন পরিশোধিত ইস্পাত পণ্য আমদানি করে।