বেড়েছে জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর মধ্য দিয়ে জ্বালানি পণ্যটির দাম আবারো ব্যারেলপ্রতি ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক গত বছরের আগস্ট থেকে প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল করে উত্তোলনের সিদ্ধান্ত নেয়। গতকাল জোটটির নীতিনির্ধারণী বৈঠকের আগেই সংশ্লিষ্টরা জানান, ফেব্রুয়ারিতেও একই হারে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকতে পারে ওপেক। এমন খবরে দাম কিছুটা বেড়ে যায়। খবর রয়টার্স।

বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের যে সংকট চলছিল, তা থেকে উত্তরণের লক্ষ্যে ওপেক চলতি বছরের শুরুতে তাদের বিদ্যমান উত্তোলন নীতিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করেছিলেন বাজার পর্যবেক্ষকরা। উত্তোলন আরো বাড়ানোর আহ্বান জানিয়েছিল বাইডেন প্রশাসনও। কিন্তু বিদ্যমান নীতিতে অটল থাকলে বৈশ্বিক সরবরাহ আগের মতোই সীমিত থাকবে।

গতকাল আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য ৭৯ ডলার ২০ সেন্টে স্থির হয়েছে। একই সময়ে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ২৯ সেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *