চলতি বছরও চিপ ঘাটতি থাকবে বলে আশঙ্কা ডেইমলারের
স্টাফ রিপোর্টার
চিপ ঘাটতিতে বিপর্যস্ত অবস্থা পার করছে অটোমোবাইল শিল্প। এ অবস্থায় উৎপাদন কমাতে বাধ্য হয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মহামারী শুরুর পর থেকেই তৈরি হওয়া এ চিপ ঘাটতি চলতি বছরও অব্যাহত থাকবে বলে আশঙ্কা ডেইমলারের।
জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থাটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মারকুস সেফার বলেন, বছরের প্রথমার্ধে উল্লেখযোগ্য উৎপাদন বাড়াতে পারব বলে আশা করি না। ২০২২ সালে চিপ ঘাটতি খুব বেশি শিথিল হবে বলে আশা করছি না। বছরের প্রথমার্ধে তো নয়ই। রয়টার্স