দক্ষিণ কোরিয়ার রফতানি বেড়েছে ২৫.৮%
সদ্যবিদায়ী বছরে দক্ষিণ কোরিয়ার রফতানি বেড়েছে ২৫ দশমিক ৮ শতাংশ, যা দেশটির ১১ বছরের ইতিহাসে সর্বোচ্চ। মহামারী পরবর্তী সময়ে বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার চাঙ্গা হওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার রফতানি বেড়েছে। খবর রয়টার্স।
সম্প্রতি প্রকাশিত দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে দেশটির রফতানি ২৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬৪ হাজার ৪৫৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০১০ সালের পর এটা ছিল সর্বোচ্চ রফতানি।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী মুন সাং-উক জানান, বার্ষিক রফতানি ৭০ হাজার কোটি ডলার ছাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।
খাতওয়ারি উপাত্তে দেখা গেছে, সেমিকন্ডাক্টর রফতানি বছরওয়ারি ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮০০ কোটি ডলার। পেট্রোকেমিক্যাল রফতানি ৫৪ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড ৫ হাজার ৫১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গাড়ি ও ইস্পাত রফতানি বেড়েছে যথাক্রমে ২৪ দশমিক ২ শতাংশ ও ৩৭ শতাংশ।
দক্ষিণ কোরিয়ার পণ্যের শীর্ষ রফতানি গন্তব্য ছিল চীন। এশিয়ার শীর্ষ অর্থনীতিতে রফতানি বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির রফতানি বেড়েছে যথাক্রমে ২৯ দশমিক ৪ শতাংশ ও ৩৩ দশমিক ৯ শতাংশ।
রফতানির পাশাপাশি দেশটির আমদানিও বেড়েছে। ২০২০ সালে ৭ দশমিক ১ শতাংশ সংকোচনের পর গত বছর দেশটির আমদানি ৩১ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৬১ হাজার ৫১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
মাসওয়ারি গত ডিসেম্বরে সর্বোচ্চ ৬ হাজার ৭৪ কোটি ডলারের পণ্য রফতানি করেছে দক্ষিণ কোরিয়া।