আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

স্টাফ রিপোর্টার

আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেছে রাস্ট্রায়ত্ত সর্ববৃহৎ বানিজ্যিক সোনালী ব্যাংক লিমিটেড। রাজধানীর হোটেল লা ম্যারিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর কাছ থেকে আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড গোল্ড (প্রথম) পুরস্কার গ্রহন করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান । আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ডে দেশের রাস্ট্রায়ত্ত ব্যাংক সমূহের মধ্যে সোনালী ব্যাংক সর্বসূচকে সর্বোচ্চ ভাল ফল করায় প্রথম স্থান অর্জন করে ।এসময় সিকিউরিটি এন্ড এক্রচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুবুর রহমান, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাসসহ বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট হাউসের নির্বাহীগন উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *