ভিয়েতনামের কফি রফতানি কমার আশঙ্কা

স্টাফ রিপোর্টার

চলতি বছর ভিয়েতনামের কফি রফতানি ২ দশমিক ৭ শতাংশ কমার আশঙ্কা তৈরি হয়েছে। বছরজুড়ে লকডাউন, সরবরাহ চেইনে সংকট, জাহাজীকরণ ব্যয় বৃদ্ধি, কনটেইনারের অভাবসহ নানা কারণে কফি রফতানিতে বিঘ্ন ঘটেছে। এদিকে চাল রফতানি কমতে পারে দশমিক ৫ শতাংশ। দেশটির সরকারি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস জানায়, চলতি বছর কফি রফতানি কমে ১৫ লাখ টনে নামতে পারে, যা ২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) সমপরিমাণ।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে শীর্ষ রোবাস্তা কফি উৎপাদক দেশটি এ সময় কফি রফতানি থেকে আয় করবে ৩০০ কোটি ডলার। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে পানীয় পণ্যটির রফতানি কমলেও আয় বাড়বে ৯ দশমিক ৪ শতাংশ। সাম্প্রতিক প্রাক্কলন অনুযায়ী, চলতি মাসে ভিয়েতনাম ১ লাখ ৩০ হাজার টন কফি রফতানি করতে সক্ষম হবে। এ সময় কফি রফতানি থেকে আয় আসবে ৩০ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে চাল রফতানিতেও অন্যতম শীর্ষস্থান দখল করে আছে ভিয়েতনাম। চলতি বছর দেশটির চাল রফতানি দশমিক ৫ শতাংশ কমার পূর্বাভাস মিলেছে। রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৬২ লাখ টনে। রফতানির পরিমাণ কমলেও তা থেকে আয় বাড়বে ৫ শতাংশ। আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৩৩০ কোটি ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *