তুরস্কের এমঅ্যান্ডএ চুক্তি দেড় হাজার কোটি ডলার ছাড়িয়েছে
স্টাফ রিপোর্টার
চলতি বছর তুরস্কের প্রকাশিত একত্রীকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) চুক্তির আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার। অপ্রকাশিতসহ এ চুক্তির মোট মূল্য প্রায় ১ হাজার ৫৫০ কোটি ডলার।
২০২২ সালেও এ চুক্তিমূল্য দেড় হাজার কোটি ডলারের কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। ২০২০ সালে প্রকাশিত এমঅ্যান্ডএ চুক্তিমূল্য ছিল ৬৯০ কোটি ডলার। অপ্রকাশিতসহ হিসাব করলে এটি প্রায় ৯০০ কোটি ডলার। রয়টার্স