চীনের শিল্প মুনাফায় শ্লথগতি

স্টাফ রিপোর্টার

চলতি বছর চীনের শিল্প সংস্থাগুলো ২০২০ সালের তুলনায় ভালো করছে। যদিও নভেম্বরে মুনাফা প্রবৃদ্ধিতে শ্লথগতি দেখা গেছে। গত মাসে দেশটির শিল্প মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। এটি আগের মাসের তুলনায় ধীর।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) অনুসারে, অক্টোবরে চীনের শিল্প মুনাফা ২৪ দশমিক ৬ শতাংশের তুলনায় নভেম্বরের প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে। গত মাসে দেশটির প্রধান শিল্প সংস্থাগুলোর মুনাফা ৮০ হাজার ৫৯৬ কোটি ইউয়ানে (১২ হাজার ৬৫১ কোটি ডলার) পৌঁছেছে। নভেম্বর পর্যন্ত ১১ মাসে এ খাতের মুনাফা ৩৮ শতাংশ বেড়ে ৭ লাখ ৯৭ হাজার ৫০০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। যেখানে জানুয়ারি-অক্টোবরে এ খাতের প্রবৃদ্ধির হার ছিল ৪২ দশমিক ২ শতাংশ।

এনবিএসের একজন সিনিয়র পরিসংখ্যানবিদ ঝু হং বলেন, ক্রমবর্ধমান পাইকারি দাম কমাতে নভেম্বরে সরকারের প্রচেষ্টায় শিল্প সংস্থাগুলোর ব্যয় বেড়েছিল। তবে বিধিগুলো খনি ও কাঁচামাল খাতের সামগ্রিক মুনাফাকেও দুর্বল করে দিয়েছে।

নভেম্বরে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মুনাফা বছরে ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। পাশাপাশি সাধারণ সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলোর মুনাফাও ৬ দশমিক ২ শতাংশ পতন হয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে চলতি মাসে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। পিপলস ব্যাংক অব চায়না আর্থিক সংস্থাগুলোর জন্য রিজার্ভের প্রয়োজনীয়তার অনুপাত কমিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *