ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে তারা কথা বলবেন বলে জানা গেছে।

সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আ স ম আবদুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে। প্রতিনিধিদলে আরো আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন ও বরকত উল্লাহ বুলু।

ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত শনিবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে কথা বলে। এ সময় সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আবেদন জানায় ঐক্যফ্রন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *