বৈশ্বিক-আঞ্চলিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে সৌদি

স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন ধরেই বৈশ্বিক ব্যবসায়ীদের কাছে সৌদি আরব গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন দেশের ব্যাংকার ও নির্বাহী প্রধানরা সৌদি আরবের রিয়াদকে কাজের উপযুক্ত জায়গা বলে মনে করছেন।

এর মাধ্যমে দেশটির রাজধানী যেমন বৈশ্বিক ও আঞ্চলিক ব্যবসার কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে তেমনি বিনোদন ও আনন্দ উৎসবের কেন্দ্রেও পরিণত হচ্ছে। রোববার (২৬ ডিসেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের অভ্যন্তরীণ শেয়ারবাজারের মূলধন দাঁড়িয়েছে দুই দশমিক ছয় ট্রিলিয়ন মার্কিন ডলারে। যা আবুধাবি, দুবাই ও কাতারের মিলিত বাজারের চেয়ে চারগুণ বেশি।

সৌদি আরবকে ব্যবসার বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে এরই মধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী চার বছরের মধ্যে সরকারি অনেক সংস্থাকে বেসরকারিকরণের মাধ্যমে পাঁচ হাজার ৫শ কোটি ডলার সংগ্রহ করতে চায় সৌদি।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অভ্যন্তরীণ অর্থনীতিকে তেল থেকে দূরে সরিয়ে নিতে চান। অর্থাৎ তেলের ওপর নির্ভরশীলতা কমাতে চান। এজন্য আগামী দশকে সরকারি ও বেসরকারিখাতে তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি।

সৌদি স্টক এক্সেঞ্জে নিবন্ধিত বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা ২০১৯ সালের ছয় শতাংশ থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। মহামারি চলাকালীন সৌদি আরবে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহ বেড়েছে। দেশটি চলতি বছরের শুরুতে আঞ্চলিক সদর দপ্তর প্রোগ্রাম চালু করে।

এর চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্বব্যাপী ৪৮০টি কোম্পানিকে রিয়াদে আকৃষ্ট করা। প্রথম দিকে ২৪টি কোম্পানি নিবন্ধিত হয়। তবে সেই সংখ্যা এখন ৪৪টিতে দাঁড়িয়েছে। ফলে রিয়াদ এখন ৪৪টি বহুজাতিক কোম্পানির আঞ্চলিক সদর দপ্তর।

সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলোর দিকেও নজর দিচ্ছে রিয়াদ। মিয়ামির র্যাপার পিটবুলের গিগ, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ম্যাচ ও নিউক্যাসল ইউনাইটেড ফুটবল ক্লাবের সৌদি মালিকানা পশ্চিমের সঙ্গে সাংস্কৃতিক দূরত্ব কমিয়েছে।

রিয়াদ সিটির রয়্যাল কমিশনের নির্বাহী প্রধান ফাহাদ আল-রশিদ এক বিবৃতিতে বলেন, ২০৩০ সালে বিশ্ব এক্সপো অনুষ্ঠিত হবে রিয়াদে। ১৯৫০ সালে দেড় লাখ জনসংখ্যা নিয়ে শুরু করা ছোট শহরটি আজ এই অবস্থানে এসেছে। রাজধানী রিয়াদ বিশ্বের দ্রুততম বর্ধনশীল শহরগুলোর মধ্যে একটি। এখানে দুইশ বিলিয়ন ডলারের পণ্য উৎপাদন হয়।

তিনি বলেন, শহরটি বিশ্বের বৃহত্তম পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তৈরি করছে। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বিশেষ করে, রিয়াদ সবুজ প্রকল্পের অধীনে এ শহরটি অধিক টেকসইভাবে গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *