রিহাব সদস্যদের মানুষের সাথে প্রতারনা না করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, মানুষকে প্রতারিত করবেন না। মানুষ মাথাগুজার একটু ঠাই খুজে পেতে জীবনের সকল সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করেন। প্রতারিত হলে আর কিছুই থাকে না। ক্রেতাদের স্বার্থ রক্ষায় ডেভলোপার কোম্পানিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাস করেন, তারা সবাই একটি নিজস্ব আবাসস্থল প্রত্যাশা করেন। সরকার আবাসন খাতের কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের আবাসন খাত অনেক এগিয়ে গেছে। দেশের উন্নয়নের সাথে সাথে আবাসন খাতেরও উন্নত হয়েছে। এ শিল্প খাত দিনদিন বড় হচ্ছে। বিপুল জনগোষ্টি এ খাতে কাজ করছে। সরকার পরিকল্পিত ভাবে ঢাকাসহ বড় বড় শহরগুলো গড়ে তোলার জন্য আন্তরিকতার সাথে কাজ করছে। এজন্য আবাসন খাতের ব্যবসায়ীদেরও সহযোগিতা প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর, ২০২১) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অফ ফেম এ রিয়েল স্টেট এন্ড হাউজিং এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহাব) আয়োজিত ৫দিন ব্যাপী “রিহাব ফেয়ার-২০২১” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। বঙ্গালী জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধু দু’টি উদ্দেশ্যকে সামনে রেখে সারাজীবন সংগ্রাম করে গেছেন। একটি দেশের স্বাধীনতা, আর একটি বাঙ্গালী জাতির অর্থনৈতিক মুক্তি। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যে পাকিস্তান আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে, সেই পাকিস্তান আজ বাংলাদেশ থেকে প্রায় ৫০% পিছিয়ে পরেছে। স্বাধীনতার বিরোধী গোষ্টি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার জয় বাংলা শ্লোগানকে বাংলাদেশ জিন্দাবাদ করার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। আজ বাংলাদেশ নিজের পায়ে দাাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নত দেশ হবে। এজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রিয়েল স্টেট এন্ড হাউজিং এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহাব) এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামীন (কাজল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্থ মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লাহ খন্দকার এবং এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। গেষ্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমীন উল্ল্যাহ নূরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিহাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইনথেখাবুল হামিদ, রিহাবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ এবং রিহাবের ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা।