খাদ্যশস্যের রফতানি শুল্ক কমাচ্ছে আর্জেন্টিনা
সয়াবিন, ভুট্টা ও গমসহ বিভিন্ন খাদ্যশস্যের রফতানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। এক্ষেত্রে যেসব খাদ্যশস্য অর্গানিক শুধু সেগুলোরই রফতানি শুল্ক কমানো হবে। খবর রয়টার্স।
দক্ষিণ আমেরিকার দেশটির সরকার জানিয়েছে, অনেক অর্গানিক ও ইকোলজিক্যাল পণ্যের রফতানি শুল্ক কমানো হবে। অর্গানিক গম, ভুট্টা ও সয়াবিনের উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে একটি প্রকল্প নিয়েছে আর্জেন্টিনা সরকার। এ কারণেই শুল্কহার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি এসব কৃষিপণ্য রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আহরণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
এ উদ্যোগের কারণে লাতিন আমেরিকার দেশটির কিছু কৃষক সুফল ভোগ করবেন। তবে খাদ্যশস্য রফতানির বড় একটি অংশই এ সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ দেশটির রফতানীকৃত খাদ্যশস্যের বেশির ভাগই অর্গানিক নয়। আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ প্রক্রিয়াজাত সয়াবিন রফতানিকারক। এছাড়া বৈশ্বিক গম ও ভুট্টা রফতানিতে দেশটি দ্বিতীয় স্থান দখল করে আছে।
আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রী এক বিবৃতিকে বলেন, বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরো সম্প্রসারিত করতেই রফতানি শুল্ক হ্রাসের এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আর্জেন্টিনা অর্গানিক পণ্য রফতানি বৃদ্ধিতে সক্ষম হবে।
তথ্য বলছে, ওয়াইন, ফল, সবজি, অর্গানিক ভুট্টা ও গম রফতানির ক্ষেত্রে শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ করা হবে। অর্গানিক সয়াবিন ও সয়ামিল রফতানিতে আগে ৩৩ ও ৩০ শতাংশ শুল্ক দিতে হতো। নতুন সিদ্ধান্তের আলোকে এসব পণ্যের রফতানি শুল্ক দাঁড়াবে ২৮ ও ২৫ শতাংশ।