৩৪টি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং

স্টাফ রিপোর্টার

নভেম্বরে ৩৪টি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং। পাশাপাশি গত মাসে ১০৯টি ৭৩৭ ম্যাক্স জেটের ক্রয়াদেশ পেয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এটি প্রতিষ্ঠানটির অত্যধিক প্রয়োজনীয় নগদ প্রবাহ বাড়িয়ে তোলে। এর আগে অক্টোবরে মাত্র ২৭টি উড়োজাহাজ সরবরাহ করেছিল সংস্থাটি। যেখানে গত বছরের নভেম্বরে সংস্থাটির সরবরাহ করা উড়োজাহাজের সংখ্যা সাতটিতে নেমে গিয়েছিল। সেসময় ৭৩৭ ম্যাক্স নিয়ে নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ প্রায় থমকে গিয়েছিল।

এছাড়া গত মাসে সংস্থাটি ৭৮৭ ড্রিমলাইনারের সরবরাহ করতেও ব্যর্থ হয়েছে। পরিদর্শন ও নতুন প্রযুক্তি পর্যবেক্ষণের জন্য ২০২২ সালের এপ্রিল পর্যন্ত উড়োজাহাজগুলোর সরবরাহ আটকে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

গত মাসে সরবরাহ করা ৩৪টি উড়োজাহাজের মধ্যে ২৮টিই ছিল ৭৩৭ ম্যাক্স। এর মধ্যে ১০টি ম্যাক্স ইউরোপীয় স্বল্প মূল্যের ক্যরিয়ার রায়ানএয়ারকে সরবরাহ করা হয়েছে। বাকি সরবরাহ করা জেটগুলো ওয়াইড বডির ছিল। ফেডএক্স ও ইউনাইটেড পার্সের সার্ভিসকে একটি করে ৭৬৭, মিসরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি ৭৪৭-৮ এবং মার্কিন বিমান বাহিনীকে দুটি ৭৬৭ ট্যাংকার সরবরাহ করা হয়েছে।

কভিডজনিত নিষেধাজ্ঞায় আকাশ ভ্রমণ স্থবির হয়ে পড়ায় যাত্রীবাহী উড়োজাহাজের চাহিদাও তলানিতে নেমে যায়। তবে এ সময়ে কার্গো উড়োজাহাজের চাহিদায় উল্লম্ফন দেখা দেয়। এ কারণে কয়েক মাস ধরে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কার্গো জেট সরবরাহও বেড়েছে।

নভেম্বর পর্যন্ত চলতি বছর মোট ৩০২টি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং। এ সংখ্যা ২০২০ সালের প্রথম ১১ মাসে সরবরাহের  দ্বিগুণেরও বেশি। গত মাসে বাতিলের পর সংস্থাটির কাছে ৯১টি ক্রয়াদেশ ছিল। এ সময়ে বোয়িং ১০৯টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। গত মাসে ক্রেতারা ১৮টি ৭৩৭ ম্যাক্স জেটের ক্রয়াদেশ বাতিলও করেছিল। চলতি বছর সংস্থাটির মোট ক্রয়াদেশ ৭২০ থেকে ৮২৯টিতে উন্নীত হয়েছে এবং বাতিল ও পরিবর্তন বাদ দিয়ে নিট ক্রয়াদেশের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৭টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *