অস্থির আফগানিস্তানের মুদ্রার বাজার
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের মুদ্রার ক্রমাগত দরপতন অব্যাহত রয়েছে। দেশটির অর্থনীতি গুরুতর সংকটের মধ্যে রয়েছে। প্রতিদিনই দারিদ্র্যের আরো গভীরে নিমজ্জিত হচ্ছে দেশটি। এ মুহূর্তে আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। খবর এপি।
চলতি সপ্তাহেই ডলারের বিপরীতে আফগানির দাম কমেছে ১১ শতাংশ। অস্থির বাজার ও মুদ্রার অবমূল্যায়নের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশটির নাগরিকদের ওপর। বিশ্বের বিভিন্ন দেশে থাকা আফগানিস্তানের রিজার্ভ স্থগিত হয়ে যাওয়ায় এমনিতেই বিপর্যয়ের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। তার ওপর বন্ধ রয়েছে প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা। এমনকি গত আগস্টে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিশ্রুত ৪৫ কোটি ডলার সহায়তাও স্থগিত হয়েছে। মূলত দেশটির নতুন শাসক তালেবান সরকারের স্বচ্ছতার অভাব দেখিয়ে এ তহবিল স্থগিত করা হয়। এর পর থেকে বিশ্লেষকরা সতর্ক করে আসছিলেন, দেশটি মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে।
দেশটির বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, সাধারণ মানুষের হাতে কোনো অর্থ নেই। কিন্তু জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বা খাবার কেনার অবস্থাতেও নেই বেশির ভাগ আফগানি। বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত গভর্নর খান আফজান হাদাওয়াল বলেন, তালেবান সরকারের ওপর নিষেধাজ্ঞা ও রিজার্ভ স্থগিত করার কারণেই মূলত এ সমস্যা সৃষ্টি হয়েছে। আগে থেকেই দেশটির অর্থনীতি ছিল অনুদাননির্ভর। ফলে সে অনুদান হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে, যার ফলে দেশের মুদ্রার ঐতিহাসিক অবমূল্যায়ন হয়েছে। দেশটির মানুষকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।