আতশবাজির মাধ্যমে শেষ হলো এফবিসিসিআই’র ১৬ দিনের বিজয় মহোৎসব: এফবিসিসিআই সভাপতি

স্টাফ রিপোর্টার

মনোমুগ্ধকর আতসবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে বৃহষ্পতিবার শেষ হলো এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী “বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব”। রাজধানীর হাতিরঝিলে আয়জিত এই মহোৎসবের শেষদিনের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআই সবসময়ে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেহেতু আর কখনো পাওয়া যাবেনা, তাই এই উপলক্ষকে উদযানের সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআই। এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ দিনের বিজয় উৎসব আর কখনো হয়নি। এ উদযাপনের মাধ্যমে ভবিষ্যতে অন্য সংগঠনগুলোও বিজয় উদযাপনে আগ্রহী হবে।  এ সময় তিনি জানান, শিগগির আরো একটি কনসার্টের আয়োজন করা হবে।

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনের “বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব” এর সার্বিক সহযোগিতা দেয়া সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ত্রিশ লাখ শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সুন্দর দেশ গড়ার প্রতি সবাইকে আহ্বান জানান। উপস্থিত দর্শকদের ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

পহেলা ডিসেম্বর ১৬ দিনব্যাপী এফবিসিসিআই আয়োজিত “বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব” এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিনের অনুষ্ঠানে নজরুল, রবীন্দ্র, লোকসংগীত, নৃত্য, মঞ্চনাটকের মাধ্যমে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম ও এগিয়ে যাওযার ইতিহহাস এবং গৌরবগাঁথা তুলে ধরা হয়। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবসে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বির্নিমাণে অবদান রাখায় ৯ সংঠনকে সম্মাননা প্রদান করে এফবিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *