২০৭ রানও পাত্তা পেলো না পাকিস্তানের কাছে

স্টাফ রিপোর্টার

প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে তাদের ব্যাটাররা যেভাবে ঝড় তুলেছিল, তাতে মনে হচ্ছিল বুঝি আজ (বৃহস্পতিবার) তাদেরই দিন।

৩ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড় করিয়েছিল ২০৭ রান। এই রান টপকে ৭ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

কিন্তু ম্যাচের পরের অংশ দেখার অপেক্ষায়ও ছিল ক্রিকেটপ্রেমীরা। কারণ, প্রতিপক্ষ দলটির নাম যে পাকিস্তান! গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেটকে যারা আলাদা মাহাত্ম্য এনে দিয়েছে। যে কোনো বড় লক্ষ্যকেও যারা মামুলি বানিয়ে ছাড়তে পারে। আবার সহজ লক্ষ্যকেও তারা কঠিন বানিয়ে হারতে পারে।

তো, ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর অপ্রতিরোধ্য রূপই দেখিয়েছে পাকিস্তানি ব্যাটাররা। বিশেষ করে দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানই এই বিশাল লক্ষ্য পাড়ি দেয়ার কাজটা সহজ করে ফেলেছিল। ১৫.১ ওভারে এই দু’জন গড়ে তোলেন ১৫৮ রানের বিশাল জুটি।

৫৩ বলে ৭৯ রান করে আউট হন বাবর আজম। ৯টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ৪৫ বল খেলেন তিনি। রান করেছেন ৮৭টি। ১০টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৩টি।

এরপর অবশ্য ফাখর জামানের উইকেটটি হারায় শুধু পাকিস্তান। ফাখর ৮ বলে করেন ১২ রান। আসিফ আলি ব্যাট করতে নেমে ৭ বলে ২টি বাউন্ডারি আর ২টি ছক্কার মার মেরে ২১ রান করেন। ইফতিখার করেন ১ রান। ১৮.৫ বলে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে ফেলে পাকিস্তান।

সে সঙ্গে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ছাড়ল স্বাগতিকরা। ম্যাচ সেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আবার এই জয় দিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ২০টি জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *