প্রাণ গ্রুপের নতুন রিটেইল চেইনশপ ‘বিয়ন্ড বাইটস’

স্টাফ রিপোর্টার

দেশের বাজারে যাত্রা শুরু করলো বেকারি ও ফাস্ট ফুডের নতুন রিটেইল চেইনশপ ‘বিয়ন্ড বাইটস’। বিভিন্ন ধরনের বেকারি পণ্য ও মজাদার ফাস্ট ফুড ভোক্তাদের কাছে পৌঁছে দিতে এ ব্র্যান্ডটি এনেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

সম্প্রতি রাজধানীর বনশ্রীর ডি ব্লকের তিন নম্বর রোডে বিয়ন্ড বাইটস-এর প্রথম শোরুম চালু করা হয়। শোরুমটি উদ্বোধন করেন ‘বিয়ন্ড বাইটস’ এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল।

এ বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, বিয়ন্ড বাইটস-এর স্লোগান হচ্ছে ‘সার্ভ উইথ লাভ’। আমাদের লক্ষ্য ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী লাইভ কিচেনের মাধ্যমে মজাদার ফাস্ট ফুড জাতীয় খাবার ও বেকারি পণ্য পরিবেশন করা। এছাড়া আমরা ভোক্তাদের দৌরগোড়ায় প্রত্যাশা অনুযায়ী খাবার পৌঁছে দিতে ক্লাউড কিচেন সেবার পরিকল্পনা করেছি। এর ফলে অনলাইনে ক্রেতারা পণ্যের অর্ডার দিয়ে বাসায় বসেই সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা রাজধানীর বিভিন্ন স্থানে শোরুম চালুর পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি দ্রুত চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় শহরগুলোতে বিয়ন্ড বাইটস-এর শোরুম চালু করা হবে। আশা করছি, ক্রেতাদের কাছে আমাদের নতুন চেইনশপটি দ্রুত জনপ্রিয়তা পাবে।

অনুষ্ঠানে বিয়ন্ড বাইটস-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *