৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা জিএমের

স্টাফ রিপোর্টার

বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে বিনিয়োগের পরিমাণ আরো বাড়াচ্ছে জেনারেল মোটরস (জিএম)। এজন্য মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি মিশিগানের দুটি কারখানায় ৪০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এ বিনিয়োগের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে গতি বাড়াতে চায় জিএম। খবর রয়টার্স।

এলজি এনার্জি সলিউশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মিশিগানের ল্যান্সিংয়ের কাছে একটি ব্যাটারি কারখানা তৈরির প্রস্তাবও দিয়েছে জিএম। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি ডলার। পাশাপাশি উত্তর ডেট্রয়েটে নতুন প্রজন্মের বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য ২০০ কোটি ডলার ব্যয়ে আলাদা কারখানা তৈরি করা হবে। সব মিলিয়ে এসব নতুন পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে ৪০০ কোটি ডলারের বেশি।

ল্যান্সিং সিটি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, ডেল্টা টাউনশিপের কাছেই একটি ব্যাটারি তৈরির কারখানা স্থাপন করতে চায় জিএম। ২০২৮ সালের মধ্যে এটিতে ব্যাটারি তৈরির কাজ শুরু হবে, যেখানে প্রায় ১ হাজার ৭০০ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চলতি সপ্তাহেই জিএমের দেয়া প্রস্তাবটি বিবেচনা করবে ল্যান্সিং সিটি কাউন্সিল।

যৌথ উদ্যোগের এ ব্যাটারি কারখানাটির আয়তন হবে ২৫ লাখ বর্গফুট। জিএমের মালিকানাধীন জমিতেই এটি নির্মিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ ব্যাটারি কারখানা তৈরি হলে মিশিগানের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ খবরের পর পুঁজিবাজারে ৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়েছে জিএমের শেয়ারদর।

দ্রুত যেন জিএমের এ বিনিয়োগ পরিকল্পনা পাস হয় সে বিষয়ে কাজ শুরু করেছেন মিশিগানের আইনপ্রণেতারা। এর মাধ্যমে তারা এ অঙ্গরাজ্যে বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি উৎপাদন সক্ষমতা বাড়াতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *