পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন
স্টাফ রিপোর্টার
রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় ৪টা ১২ মিনিটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, সুরিটোলার চারতলা ভবনের দুই তলায় জুতার গোডাউন। সেখানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।