দুর্নীতিবিরোধী দিবস সোনালী ব্যাংক-দুদকের মানববন্ধন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স : এমডি
সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেছেন, তার প্রতিষ্ঠান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরন করছে। তিনি বলেন, সোনালী ব্যাংকে দুনীতি প্রতিরোধে ন্যায়পাল নিয়োগ দেয়া হয়েছে। সকলকে এক যোগে সমাজ থেকে দুনীতিরোধে কাজ করতে তিনি আহবান জনান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শাপলা চত্বরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২১ এ দুদক আয়োজিত মানববন্ধনে তার বক্তব্যে তিনি এই আহবান জানান । তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনেতা, আমাদেরকে তার নির্দেশিত পথ অনুসরন করে দেশকে এগিয়ে নিতে হবে। দুদকের পরিচালক মোঃ বেনজীর আহমেদ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারগনসহ দুনীতি দমন কমিশন এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরগন এই মানববন্ধনে অংশগ্রহন করেন।